বাজরিগার পাখি কেনার পূর্বে করনীয় কাজ
বাজরিগার পাখি পালন করার সিদ্ধান্ত নেয়ার পরে আপনাকে ধারাবাহিকভাবে কিছু কাজ সম্পন্ন করার প্রয়োজন হতে পারে। তা হলঃ
১ স্থান নির্বাচনঃ
সবার আগে আপনি পাখিদের কোথায় রাখবেন তা নির্ধারন করতে হবে। আলো-বাতাস পূর্ণ নিরিবিলি স্থান সবচেয়ে ভাল। তবে সরাসরি সূর্যের তাপ ও বাতাস গায়ে লাগা থেকে তাদের বাঁচিয়ে রাখতে হবে।
২ খাঁচা নির্বাচনঃ
বাজরিগার পাখি পালনের জন্য আপনার সাধ্যের মধ্যে সবচেয়ে বড় খাঁচা নির্বাচন করুন। খাচার ভিতর পাখি যাতে ডানা মেলে উড়তে পারে, এক লাঠি থেকে অন্য লাঠিতে উড়ে যেতে পারে, খাঁচা বেয়ে উঠতে পারে এবং খেলাধুলা করতে পারে তা নিশ্চিত করতে হবে। খাঁচার ভিতর ২টি ভিন্ন মাপের কাঠি দিন যাতে তাদের পায়ের ব্যায়াম হয়। একজোড়া বাজরিগা পাখির প্রজনের জন্য কমপক্ষে ১৮ ইঞ্চি X ১৮ ইঞ্চি X ১৮ ইঞ্চি মাপের খাঁচা ব্যবহার করা ভাল।
এছাড়াও বাজরিগা পাখি বিশ্রামের জন্য ফ্লাইং খাঁচা ব্যবহার করা যায় যা বিভিন্ন মাপে পাওয়া যায়। একটি ৩৬ ইঞ্চি X ১৮ ইঞ্চি X ১৮ ইঞ্চি মাপের খাঁচায় ৬-৮ টি বিভিন্ন বয়সী পাখি রাখা যায়। আপনার ইচ্ছা হলে ফ্লাইং এর জন্য আরো বড় খাঁচা ব্যবহার করতে পারেন।
0 $type={blogger}:
Post a Comment