৫ টা ডিম থেকে ৫টা ককাটেল পাখির বাচ্ছা
ককাটেল পাখিঃ গ্রে ককাটেল পাখি থেকে ৫টি বাচ্ছা পেয়েছি ৫ টা ডিম থেকে। বলা যায় শতভাগ হ্যাচিং সফলতা। গ্রে পাখি ভালো ডিম বাচ্ছা করে এটা সবারই জানা, কিন্তু আমি নিজে এই প্রথম এই বাস্তব অভিজ্ঞতা পেলাম।
যেহেতু ৫ টি ককাটেল বাচ্ছা ফুটিয়েছে সেই হিসেবে ওদের খাবারের দিকে অনেক খেয়াল রাখতে হয়। ওদের খাবারের মধ্যে আমি দিয়ে থাকিঃ
১) শষ্যদানাঃ সাদা মিলেট, লাল মিলেট, হলুদ মিলেট, কালো মিলেট, ক্যানারি, সূর্যমূখি বীজ, কুসুম বীজ, পোলাও ধান।
২) সফট ফুড বা নরম খাবারঃ গম এবং ছোলা মিক্স। রাতে পানিতে ভিজিয়ে ১২ ঘন্টা পর খেতে দেয়া হয়
৩) প্রোটিনঃ প্রতিদিন সিদ্ধ ডিম দেয়া হয় হাই প্রোটিন এর জন্য
উপরের ভিডিওটি রেকর্ড করা হয়েছিল যখন আমি ওদের নেস্টীং ট্রে পরিষ্কার করছিলাম।
0 $type={blogger}:
Post a Comment