ককাটিয়েল পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং
Hand Feeding Cockatiel Baby বা ককাটিয়েল পাখির বাচ্ছাকে হ্যান্ড ফিডিং করানো খুবই সহজ যদি আপনি জানেন কিভাবে এই কাজটি করতে হয়।
টেম বা পোষা পাখি হিসেবে ককাটিয়েল এর জনপ্রিয়তা অনেক বেশি। কারণ এরা খুব সহজে পোষ মানে এবং আদর প্রিয়। শখের বসে অনেকেই ককাটিয়েল পাখির বাচ্ছা কিনে থাকেন হ্যান্ড ফিডিং করিয়ে ঐ বাচ্ছাকে টেম বা পোষ মানানোর জন্য। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ওই Cockatiel baby বা ককাটিয়েল বাচ্ছাকে হ্যান্ড ফিডিং করানোর সময়। এবং দুর্ভাগ্যবশত অনেকেই শখের প্রিয় পাখির বাচ্ছাকে মেরে ফেলেন হ্যান্ড ফিডিং করানোর সময় পরিপূর্ন জ্ঞ্যান না থাকায়।
নতুনদের সুবিধার্থে আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে আপনার শখের প্রিয় ককাটিয়েল পাখির বাচ্ছাকে হ্যান্ড ফিডিং করাবেন।
ককাটিয়েল পাখির বাচ্চাকে Hand Feeding বা হ্যান্ড ফিডিং করানোর জন্য আমি যা ব্যবহার করলামঃ
১) Nutribird A19 – নিউট্রিবার্ড এ১৯ ( যেকোনো পাখির খাবারের দোকানে পাবেন ১০০ গ্রাম ১১০ থেকে ১৫০ টাকায় )
2) Multi Vitamin – BoostBryd N – বুস্টব্রীড এন ( যেকোন গবাদি পশুর ঔষুধের দোকানে পাবেন ১০০ টাকায় )
3) Cycle valve / bulb tube – সাইকেল বালব / বালব টিউব ( সাইকেল এর সরঞ্জাম বিক্রির দোকানে পাবেন ১.৫ ফুট ১০ টাকায়। যদিও আপনাকে কেটে ব্যবহার করতে হবে )
4) 5 ML Syringe – ৫ মিলি সিরিঞ্জ ( যেকোনো ফার্মেসিতে পাবেন ৫ টাকায় )
আশা করি এই ভিডিও দেখার পরে আপনার প্রিয় ককাটিয়েল পাখির বাচ্ছাকে সঠিকভাবে হ্যান্ড ফিডিং করাতে পারবেন এবং অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবেন।
ভালো থাকুক সবার প্রিয় পাখি
0 $type={blogger}:
Post a Comment