আপনার বিড়ালকে কোন ফ্লেভার এর খাবার দিবেন ?
বাজারে ভিন্ন ভিন্ন ব্র্যান্ড এর বিড়ালের খাবার পাওয়া যায়। এসব ব্র্যন্ড এর খাবার আসে অনেক গুলো ফ্লেভারে। আপনার বিড়ালকে কোন ফ্লেভার এর খাবার দিবেন? কিভাবে বুঝবেন আপনার বিড়াল কোন ফ্লেভার পছন্দ করবে?
সবসময় কি এক ফ্লেভার এর খাবার দেয়া উচিত না ভিন্ন ভিন্ন ফ্লেভার এর খাবার দেয়া উচিত।
আমাদের দেশে যারা বিড়াল পালেন তাদের মধ্যে একটি বিষয় লক্ষ্য করা যায় আর তা হল সবসময় একি ফ্লেভার এর খাবার দেয়া বিড়ালকে।
যদি তাদের প্রশ্ন করা হয় যে একি ফ্লেভার এর খাবার কেন খাওয়ানো হচ্ছে? কেন ভিন্ন ভিন্ন ফ্লেভার দেয়া হচ্ছেনা তখন তারা জানান যে অন্য ফ্লেভার দিলে তাদের বিড়াল খেতে চায়না।
কিন্তু তাহলে কেন এতগুলো ফ্লেভার বানানো হল? কারন হচ্ছে সবসময় একি ফ্লেভার এর খাবার না দিয়ে প্রত্যেকবার ভিন্ন ভিন্ন ফ্লেভার এর খাবার দেয়া উচিত।
এতে আপনার প্রিয় বিড়ালের একঘেয়েমি দূর হবে এবং খাওয়ার রুচি বারবে। কিন্তু যদি ছোট বেলা থেকে মাসের পর মাস একি ফ্লেভারের খাবার দিয়ে অভ্যস্ত করে ফেলা হয় তখন কিছু
বিড়াল নতুন ফ্লেভার গ্রহন করতে চাবেনা এটাই স্বাভাবিক। তাই উচিত যদি বিড়ালকে প্যকেটের খাবার খাওয়ানো হয় তাহল কম বয়স থেকেই ভিন্ন ভিন্ন ফ্লেভারের খাবার দিয়ে অভ্যাস করা।
এটি একটি চিন্তা-উদ্দীপক বিষয়! আমি বিশ্বাস করি একটি বিড়াল পালন সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য হতে পারে, যতক্ষণ না মালিক এটির যথাযথ যত্ন নেন। বিড়ালরা আনন্দ এবং সাহচর্য আনতে পারে, তবে তাদের মঙ্গল এবং সুখ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনি এত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আরও জানুন বিড়ালের খাদ্যাভাস
ReplyDelete