• সংক্রমিত কবুতর কার্যকলাপ কমিয়ে দেয়।
• গলা এবং ঠোঁটের মধ্যে হলুদ ও সাদা আস্তরন দেখা যায়।
• পানির তৃষ্ণা বেড়ে যায় এবং ডায়রিয়া।
• খাবারে অনীহা।
• ওজন হ্রাস এবং দুর্বলতা
• পাখি উড়তে অনিচ্ছুক।
• রোগের উন্নত পর্যায়ে(ADVANCE STAGE) আঁশাল শ্লৈষ্মিক এবং নিকৃষ্ট রকমের গন্ধ মুখের মধ্যে সনাক্ত করা হয়
• ইয়াং পাখি সবচেয়ে বেশী সংক্রমিত হয়।
• পরিষ্কার ফুটানো পানি এবং ফাঙ্গাস মুক্ত খাদ্য দিন।
• খামার থেকে পায়রা আলাদা করুন।
• জীবাণুমুক্ত স্প্রে করুন।
• নিয়মিত ভিটামিন সি ও লাল চা ক্যাঙ্কার প্রতিরোধে ভাল ভুমিকা রাখে।
১) প্রভাবিত এলাকার উপর MYCON ORAL GEL দিনে 2/3 বার লাগাতে হবে। (কখনও লাগানর জন্য তুলা বা (cotton bar) ব্যবহার করবেন না।
২) Riboflabin ট্যাব 2 টা দিনে ২ বার গুড়া করে খাওয়াতে হবে ।
৩) Liquid খাদ্য যেমনঃ বার্লি,আটা গুলিয়ে খাওয়াতে হবে, ১০ সিসি করে, নিয়মিত সালিনে দিতে হবে। তবে অতিরিক্ত খাওয়ানো যাবে না।
৪) প্রতিদিন Alo Vera প্রতিদিন ১ বার দিলে ভাল।
৫) হোমিও Acid Nit 30 তিন ফোটা অল্প জল দিয়ে মিশ্রণ করে ৩/৪ বার প্রদান করুন।
অথবা
৬) DEXATAB+Tetracycline+Milk of Magnesia+Flazil (human) মিক্স করে খওয়াতে পারেন অধিক হলে। অথবা
৭) ESP Mix (Vet) দিতে পারেন যা পশুপাখির জন্য বিশেষ ভাবে তৈরি।
0 $type={blogger}:
Post a Comment