- বিড়ালকে প্রতিদিন এমন খাবার দিতে হবে যাতে বিড়ালের জন্য প্রয়োজনীয় প্রোটিন , কার্বোহাইড্রেট , ভিটামিন ও মিনারেল থাকবে ।
- বিড়াল মাংসাসি প্রাণী । তাই বিড়ালের খাবারে মাছ , মুরগির মাংস ও গরুর মাংস অবশ্যই থাকা দরকার । এই খাবারগুলো সেদ্ধ অবস্থায় খাওয়ানো উচিত যাতে এর মধ্যে ব্যাকটেরিয়া না থাকে । আজকাল পক্রিয়াজাত অবস্থায় মাছ ও মাংস প্যাকেটে থাকে যা wet food বা canned food নামে পরিচিত । এসব খাবারের সাথে ভাত ( শতকরা ১০ ভাগের বেশি নয় ) শর্করা জাতীয় খাবার হিসাবে মিশিয়ে বিড়ালকে খাওয়ানো যায় ।
- Dry food ক্ষতিকর নয় , যদি তার সাথে প্রচুর পানি খাওয়ানো হয় । এই খাবারগুলো প্রাণী ও উদ্ভিত প্রোটিনের উৎস । এ ছাড়াও এই খাবারে ৩৫-৪০ ভাগ কার্বোহাইড্রেট মেশানো থাকে । অতিরিক্ত ওজনের বিড়ালকে dry food খাওয়ানো ভালো না । কারণ এতে তাদের অজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ।
বিড়ালকে কি খাওয়াবেন?
বিড়ালের জন্য সুষম খাদ্যের তালিকা ঃ
একটি বিড়াল কি পরিমাণ খাদ্য গ্রহণ করবে তা নির্ভর করে বিড়ালটির বয়স ও ওজনের উপর । New York এর Animal Medical Centre অনুযায়ী একটি সুস্থ ও প্রাপ্ত বয়স্ক(১বছর বয়সের) ৩-৪ কেজি ওজনের বিড়ালের প্রতিদিন ২৪০ক্যালোরি সম্রিদ্ধ খাবার অর্থাৎ প্রতি কেজিতে ৬০ থেকে ৬৫ ক্যালোরি সম্রিদ্ধ খাবার প্রয়োজন । বিড়ালকে প্রতিদিন ২ থেকে ৩ বার খেতে দিতে হবে । প্রতিদিন একই সময় এ খাবার দেয়া উচিত ।
0 $type={blogger}:
Post a Comment