- কাউন ১.৫ কেজি
- চিনা ২.৫ কেজি
- পোলাও চাউলের ধান ২৫০ গ্রাম
- তিশি ২৫০ গ্রাম
- সূর্যমূখী ফুলের বীজ ২৫০ গ্রাম
- গুজি তিল ২৫০ গ্রাম
বাজরিগার পাখির খাদ্য মিশ্রণ
বাজরিগার পাখি Parakeet এর জাত হওয়ায় এরা শস্যদানা বেশি পছন্দ করে প্রাথমিক খাদ্য হিসেবে। এছাড়াও এরা ক্যাটলফিসের হাড়, বিভিন্ন শাক সবজি এবং ফলমূল খেয়ে থাকে। নিচে আমাদের দেশে সহজে পাওয়া যায় বিভিন্ন শস্যদানা নিয়ে একটি আদর্শ শস্যদানার মিশ্রণ তুলে ধরা হল।
উপরের শস্যদানার মিশ্রণটি ৫ কেজি শস্যদানার জন্য। এছাড়াও আপনি এই মিশ্রণের সাথে আরো যোগ করতে পারেন মিলেট এবং ক্যানারি। আপনি আপনার প্রয়োজনমত কমবেশি পরিমাণ যোগ করে নিতে পারবেন।
0 $type={blogger}:
Post a Comment