- বরিক পাউডার (৩ চা চামচ)
- চিনি (৩ চা চামচ)
- পানি (দরকার মত)
পিপড়া তাড়ানোর সহজ উপায়
পিঁপড়া দূর করা নিয়ে গতকাল এক ভাই প্রশ্ন করেছিলেন। আমিও প্রায় দুই সপ্তাহ ধরে পিপড়ার যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছিলাম। পাখির খাবার, পানি,পারচ সব জায়গায় পিপড়া আসত। এরপর নেট থেকে দেখে একটা হোম মেইড সলুশন এপ্লাই করলাম। ফলাফল:২৪ ঘন্টায় সব পিপড়া গায়েব। এবার আসি সলুশন টা কিভাবে বানাবেন ও ব্যবহার করবেন।
উপাদান:
প্রথমে বরিক পাউডার গুলোকে চামচ দিয়ে পিষে মিহি করে ফেলুন, যাতে কোন জমাট না থাকে। এর পর চিনি এবং পানি মিক্স করে পেস্ট বানাব। পানি ততটুকুই দেবেন যেন পেস্ট এর ঘনত্ব কনডেন্সড মিল্কের মত হয়। এবার পেস্ট টা কাঠি বা চামচের আগায় নিয়ে পিঁপড়ার লাইন বরাবর এক দুই ফিট পরপর মাখিয়ে দেন। ব্যাস! আপনার কাজ শেষ।
পিঁপড়া এই পেস্ট খেয়ে সাথে সাথে মরবেনা, ওরা এটা নিয়ে ওদের কলোনীতে যাবে এবং রানী পিঁপড়াকেও খাওয়াবে। মোটামুটি ২৪ ঘন্টায় পুরা পিপড়া কলোনী শেষ। যারা পিপড়া থেকে মুক্তির ঝামেলাহীন এবং কার্যকর উপায় খুজছেন তারা এটা প্রয়োগ করুন, আর আপনার পাখি কে রাখুন নিরাপদ।
0 $type={blogger}:
Post a Comment